spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মদ্যপান ও লিভ টুগেদারে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

মুসলিম অধ্যুষিত দেশ সংযুক্ত আরব আমিরাত বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শনিবার ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটিতে অবিবাহিত ছেলে মেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে এতদিন ধরে নিজস্ব ইসলামিক আইন চালু ছিলো। তবে নতুন আইনে এসেছে অনেক পরিবর্তন। ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন অ্যালকোহল কেনা বেচা এবং পান করতে পারবেন। সেই সঙ্গে অবিবাহিত নারী পুরুষ একসঙ্গে বাস করতে পারবেন।

কতৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ও সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অনার কিলিং এর ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss