spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিরিয়ায় সেনা সদস্যদের বাসে সন্ত্রাসী হামলা, নিহত ২৮

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে একটি বাসে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার সন্ত্রাসী হামলাটি দেইর আল-জুর প্রদেশে একটি বাসকে লক্ষ্য করে হয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি গ্রুপ পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়। হামলায় ৩৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়। খবর বিবিসির।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। তারা বলছে, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস জঙ্গি এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss