spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশে ৮৫ জন আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (৪ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা। – খবর এএফপির

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এই পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়।

সোবেজানা বলেন, আমরা প্রার্থনা করছি যাতে আমরা আরও জীবন বাঁচাতে পারি।

আরো পড়ুন: কানাডায় তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩০

বিমানটিতে থাকা বেশিরভাগ আরোহী সামরিক প্রশিক্ষণে স্নাতক। তাঁদেরকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের তৎপরতা বেশি। তাঁদেরকে দমাতে এই অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করে রেখেছে ফিলিপাইন সরকার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss