সৌদি আরবের জিযান শহরের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।
শুক্রবার (৮ অক্টোবর) জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সৌদি আরবের জিযান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ বাংলাদেশি, ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন। হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে- এ ঘটনার জন্য দায়ী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
দেশটির বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
হামলায় দুর্বৃত্তরা বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা।
চস/স