spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জলবায়ু সম্মেলন ব্যর্থ: গ্রেটা

জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ব্যর্থ হয়েছে জানিয়েছে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। শনিবার (৬ নভেম্বর) স্কটল্যান্ডের আয়োজিত গ্লাসগোতে জলবায়ু সম্মেলনস্ঞলের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান থুনবার্গ। এ সময় হাজারো জলবায়ুকর্মী গ্রেটার প্রতি আহ্বান জানান।

জলবায়ু সম্মেলনে উত্থাপিত প্রতিশ্রুতির সমালোচনা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা আর অবাস্তব প্রতিশ্রুতির কোনো প্রয়োজন নেই। যা কিনা দীর্ঘদিনের দাবি এবং জলবায়ু সম্পর্কিত ন্যায়বিচারকে উপেক্ষা করে।

জলবায়ু সম্মেলন ব্যর্থ হওয়ার ব্যাপারটি এখন আর গোপন নেই জানিয়ে গ্রেটা আরো বলেন, বছরের পর বছর একই পদ্ধতি প্রয়োগ করে এই সমস্যা থেকে বের হয়ে আসা যাবে না। এমনকি বিশ্ব নেতাদের কাল্পনিক ও অলৌকিক কোনো উপায়েও এ সমস্যার সমাধান হবে না।

এই সম্মেলনকে নেতাদের সপ্তাহব্যাপী উদযাপন বলে মন্তব্য করেছেন গ্রেটা। তিনি আরো বলেন, সম্মেলন থেকে আমরা যা পাচ্ছি তা সবই ফাঁপা। নেতারা কার্যকর কিছুই করছেন না। সম্মেলনে তারা আমাদের কাল্পনিক গল্প বুঝিয়ে সময় পার করছেন। মনে হচ্ছে তাদের মূল লক্ষ্য স্থিতাবস্থা বজায় রাখা। আর এর জন্যই তারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এবারের জলবায়ু সম্মেলন এখন পর্যন্ত সবচেয়ে বর্জনীয় ও অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। এটিকে একটি ‘গ্লোবাল গ্রিনওয়াশ উত্সব’, বড় ধরনের ‘ব্যর্থতা’ এবং একটি ‘সংবাদ বিজ্ঞপ্তিমূলক প্রচেষ্টা’ বলে মনে হচ্ছে।

জলবায়ু সংকট, বাস্তুসংস্থান বিষয়ক সংকট ও স্বাস্থ্য সংকট একসূত্রে গাঁথা। এর ফলশ্রুতিতে বিশ্বে করোনাভাইরাস, জিকা, ইবোলা, ওয়েস্ট নাইল ফিবার, সার্স, মার্স, এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে।

তিনি বলেন, কৃষিকাজের ধরন ও নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে রোগ সংক্রমণের পরিবেশ ছড়িয়ে পড়ছে। প্রকৃতির ওপর মানুষের অত্যাচার আর আগ্রাসনের ফলে সংক্রমক রোগ এখন প্রাণী থেকে প্রাণীতে ছড়াচ্ছে। শুধু তাই নয়, প্রাণী থেকে রোগ মানুষেও সংক্রমিত হচ্ছে।

এসময় জলবায়ু সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের প্রতি জোর আহ্বান জানিয়ে গ্রেটা বলেন, পুরো পৃথিবীর জলবায়ু উন্নয়নে সঠিক ও কার্যকর পরিকল্পনা চাই, ফাঁপা প্রতিশ্রুতি নয়।

জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা মূল ভুক্তভোগী উল্লেখ করে এই জলবায়ুকর্মী বলেন, ঝুঁকি মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss