spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ওমিক্রন অত্যন্ত বিপজ্জনক: ডব্লিউএইচও

বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন বৈশ্বিকভাবে ব্যাপক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি, ভাইরাসের এই ধরনটিকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেছে সংস্থা।

সোমবার জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতর থেকে এ বিষয়ক একটি বিবৃতি দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ।

পাশপাশি, ১৯৪ টি সদস্যদেশকে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।, সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ক পরিকল্পনাও দ্রুত নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সোমবারের বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ‘মূল করোনাভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনসমূহের তুলনায় ওমিক্রনের স্পাইক প্রোটিনের সংখ্যা অনেক বেশি। সংস্থার আশঙ্কা, এটি মহামারির পুরো চিত্র আরও বিপর্যয়কর করে তুলতে পারে।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss