spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘মিস ইউনিভার্স’এর মুকুট জিতলেন ভারতের হারনাজ

মিস ইউনিভার্স জিতলেন ভারতের পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। ২১ বছর পর কোনো ভারতীয় নারীর মাথায় উঠলো এই মুকুট।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের প্রকাশিত সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা যায়, হারনাজের মাথায় মিস ইনিভার্সের মুকুট পরিয়ে দিচ্ছেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকান আন্দ্রেয়া মেজা। এ বছর ৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইসরাইয়েলের এলিয়াটে।

১৯৯৪ এ সুস্মিতা সেন আর ২০০০ সালে লারা দত্তের পর তৃতীয় ভারতীয় নারী হিসেবে এই সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতেন পাঞ্জাবের ২১ বছর বয়সী হারনাজ। এর আগে ২০১৯ সালে তিনি মিস ইন্ডিয়া পাঞ্জাব এবং এ বছরে মিস ডিভা খেতাবও জয় করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss