spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

ভারতে আরও কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতে একদিনে আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৬৭ হাজার মানুষ।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও কমেছে আক্রান্তের সংখ্যা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন। ফলে ভারতে দৈনিক সংক্রমণের হার নেমে গেছে ১০ শতাংশের নিচে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়ার পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ৯ দশমিক ২৬ শতাংশ, মঙ্গলবার যা ছিল ১১ দশমিক ৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। এ পরিসংখ্যান থেকে একটা জিনিস পরিষ্কার, ভারতে করোনার দাপট কমতির দিকে।

সংক্রমণের হার এবং আক্রান্তের সংখ্যা কমলেও গত কয়েক দিন ধরেই ভারতে অনেকটা বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা। বুধবারও তার ব্যতিক্রম হল না।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। তার মধ্যে শুধু কেরালায়ই ১ হাজার ৬৩ জনের মৃত্যুর হিসাব দেয়া হয়েছে।

জানা গেছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। তাতেই লাফিয়ে বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss