spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৌখিকভাবে কিয়েভের প্রস্তাবে সম্মত রাশিয়া : ইউক্রেন

ইউক্রেনের মূল প্রস্তাবে মৌখিকভাবে সম্মত হয়েছে রাশিয়া। রাশিয়ার সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ইউক্রেনের শীর্ষ আলোচক এ কথা জানান। এতে করে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

আলোচক ডেভিড আরাখামিয়া ইউক্রেনের টেলিভিশন চ্যানেলকে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভলোদমির পুতিনের মধ্যে খুব সম্ভব তুরস্কে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রুশ ফেডারেশন সকল কিছুর একটা আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যা হলো তারা ক্রিমিয়া ইস্যু ছাড়া ইউক্রেনের অবস্থানকে গ্রহণ করেছে।

তবে তা লিখিতভাবে নয়, মৌখিকভাবে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেন বলছে, তারা পুনরায় পুরো কিয়েভ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

আরাখামিয়া আরো বলেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে গণভোটের জন্য আলোচনা করতে মস্কো সম্মত হয়েছে, যা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।

ইউক্রেনের জনগণ নিরপেক্ষ অবস্থানের বিপক্ষে ভোট দিলে কি অবস্থা দাঁড়াবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হয় যুদ্ধাবস্থায় ফিরে যাবো না হয় নতুন করে আলোচনা চলবে।

ইউক্রেনের একটি নিরপেক্ষ অবস্থানের জন্য ক্রেমলিন অব্যাহতভাবে চাপ দিয়ে আসছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান তার দেশে ইউক্রেন ও রুশ প্রধানের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বলে আরাখামিয়া উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো আলোচনার স্থান কিংবা তারিখ নির্ধারিত হয়নি। তবে খুব সম্ভব এটি আঙ্কারা কিংবা ইস্তাম্বুল হতে পারে।

উল্লেখ্য রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সাথে তুরস্কের সুসম্পর্ক রয়েছে।

এদিকে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সরাসরি আলোচনার বসার আহ্বান জানিয়ে আসছেন। সূত্র : বাসস

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss