spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সেনা প্রত্যাহার: পেন্টাগন

ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

পেন্টাগনের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানান, রুশ সেনারা কিয়েভ ও চেরনিহিভ ছেড়ে প্রতিবেশী দেশ বেলারুশে ফিরে গেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পূর্বে সেনারা সেখানে মোতায়েন ছিল। গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর তারা ইউক্রেনে প্রবেশ করে। তবে তাদেরকে অন্য কোথাও মোতায়েনের পরিকল্পনা রয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানান ওই কর্মকর্তা।

ওই কর্মকর্তার মতে, রুশ সেনারা কিয়েভ ও চেরনিহিভ ছেড়ে চলে গেলেও শহরটি এখনও হামলার ঝুঁকিতে রয়েছে। কারণ শহরের বাইরে থেকে বিমান হামলা করতে সক্ষম রুশ সেনারা।

বর্তমানে রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের প্রধান গুরুত্বপূর্ণ শহর মারিওপোল দখলের চেষ্টা করলেও তা দখল করতে পারেনি। যদিও মারিওপোল শহরটি অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন রয়েছে।

সম্প্রতি, ইউক্রেনের কিয়েভের দক্ষিণ পশ্চিমের একটি ছোট শহর বুচায় রুশ সেনাদের বিরুদ্ধে গণহত্যার খবর প্রকাশিত হয়। একটি গণকবর থেকে অন্তত ৩০০ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়। রাস্তায় রাস্তায় বেসামরিক নাগরিকদের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে গুলি ও বেয়নট চার্জে রুশ সেনারা হত্যা করে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘটনাকে ‘বানোয়াট‘ দাবি করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss