spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাশিয়ার নিন্দা করে ইউক্রেনের পতাকায় চুমু খেলেন পোপ

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর বুচা থেকে পাঠানো দেশটির জাতীয় পতাকায় চুমু খেয়ে পোপ ফ্রান্সিস ওই শহরে রুশ সেনাদের চালানো ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন।

সপ্তাহের নিয়মিত কর্মসূচি হিসেব বুধবার বক্তব্য দেওয়ার সময় তিনি ইউক্রেনের একটি পতাকা মেলে ধরেন ও তাতে চুম্বন করেন।

গত সপ্তাহে বুচায় সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার হত্যাযজ্ঞের কিছু ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। এসব ছবিতে ইউক্রেনের রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া শত শত মানুষকে গণকবর দেওয়া হয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।

পোপ বলেন, আরও ভয়ঙ্কর নিষ্ঠুরতা চালানো হয়েছে। নারী ও অসহায় শিশুদের ওপরও নিষ্ঠুরতা চালানো হয়েছে।

ইউক্রেন থেকে আসা শিশু শরণার্থীদেরও নিজের কাছে মঞ্চে ডেকে নেন পোপ। এরপর এই শিশুদের দেখিয়ে তিনি বলেন, এই শিশুদের পালিয়ে এখানে একেবারে অপরিচিত এক জায়গায় আসতে হয়েছে। তারপর প্রত্যেক শিশুর হাতে উপহার তুলে দেন পোপ।

শিশুদের দেখিয়ে তিনি আরও বলেন, এই হলো যুদ্ধের ফল। আমরা যেন তাদের ভুলে না যাই, আমরা যেন ইউক্রেনের মানুষদের ভুলে না যাই।

যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শান্তির জন্য সব পক্ষকে আলোচনায় বসার তাগাদা দেন পোপ। তিনি বলেন, যুদ্ধ বন্ধ হোক। অস্ত্রগুলো নিশ্চুপ হোক।

ভ্যাটিকানের খবর অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি পোপকে টেলিফোনে দুবার কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিয়েভ মেয়র ভিতালি ক্লিতশকোও পোপকে আমন্ত্রণ জানিয়েছেন। পোপ ফ্রান্সিস বলছেন, ইউক্রেন সফরের কথা তার মাথায় রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss