ক্রিকেট খেলা দেখার জন্য অনেকের অনেক রকম পাগলামির কথা শোনা যায়। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দেখার জন্য বাংলাদেশি এক যুবকের পাগলামি দেখা গেল।
নারায়ণগঞ্জ থেকে বেআইনিভাবে সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন ৩১ বছরের বাংলাদেশি এক যুবক। তার মূল লক্ষ্য আইপিএলের খেলা দেখতে মুম্বাই যাওয়া। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সেই যুবক ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল দেখার জন্য এসেছেন তিনি।
বিএসএফের এক কর্মকর্তা জানান, জেরা করার সময় ওই ব্যক্তি বলেন, তিনি মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখা জন্য। এক দালালকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছেন তিনি। সেই যুবককে বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।
চস/স