spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাপুয়া নিউ গিনিতে উপজাতীয় সংঘাত, নিহত ৫৩

উপজাতীয় দুটি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় এলাকায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এনগা প্রদেশে অতর্কিত হামলায় ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র পোস্ট-কুরিয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি রোববারের এবং এটি দুটি উপজাতির মধ্যে আগের লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত।

দেশটির পুলিশ বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস এবিসিকে বলেন, এনগাতে আমার দেখা এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড, পাপুয়া নিউ গিনির সমস্ত হাইল্যান্ডেও এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড।

প্রশান্ত মহাসাগরীয় দেশটি শত শত উপজাতির আবাসস্থল। এসব উপজাতির অনেকগুলো সভ্য ও নগরকেন্দ্রিক সভ্যতা থেকে এখনও বহুদূরে বাস করে।

এবিসি বলছে, গতবছর এনগাতে সংঘর্ষে ৬০ জনের মৃত্যুর সাথেও এই একই উপজাতির গোষ্ঠী জড়িত ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি রেডিওতে বলেছেন, পাপুয়া নিউ গিনিতে যে খবর এলো তা খুবই বেদনাদায়ক। পুলিশ অফিসারদের প্রশিক্ষণ এবং পাপুয়া নিউ গিনির নিরাপত্তার জন্য আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss