spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের গাজায় মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে ইসরায়েলের চার ব্যক্তি এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল হিউম্যান রাইটস। শুক্রবার (১৯ এপ্রিল) ওই চার ব্যক্তি এবং দুটি সংস্থা ইইউ’র নিষেধাজ্ঞা ব্যবস্থার তালিকাভুক্ত হয়।

নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সংস্থাগুলো হলো উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাভা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি এবং তাদের গ্রামের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য পরিচিত সদস্যদের নিয়ে গঠিত একটি উগ্র যুব দল হিলটপ ইয়ুথ।

হিলটপ ইয়ুথের দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মেইর এটিংগার এবং এলিশা ইয়ারেডও এই তালিকাভুক্ত হয়েছে।

দুজনেই ২০১৫ এবং ২০২৩ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলায় জড়িত ছিল বলে জানা গেছে। এছাড়া বাকি দুই ব্যক্তির নাম নেরিয়া বেন পাজি ও ইয়িনন লেভি। তাদের মধ্যে নেরিয়ার বিরুদ্ধে ২০২১ সাল থেকে ওয়াদি সিক এবং দেইর জারিরে বারবার ফিলিস্তিনিদের হামলা করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে ইয়িনন লেভির বিরুদ্ধে অভিযোগ মিতারিম ফার্মের অবৈধ ফাঁড়িতে তার বাসভবন থেকে পার্শ্ববর্তী গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়া।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss