spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লদিয়া শিনবাউম

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়ে মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শিনবাউম।

নির্বাচনে বিজয়ী হওয়ায় আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আজ (৩ জুন) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়ার জয়ে সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

নির্বাচনে শিনবাউম প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন।

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার অর্জন করার পর মেক্সিকোতেও নারীরা ভোটদানের অধিকার লাভ করে। প্রায় ৭০ বছর পেরিয়ে যাওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হলেন ক্লদিয়া শিনবাউম।

৬১ বছর বয়সী সাবেক মেয়র ক্লদিয়া শিনবাউম, যিনি একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন।

এছাড়া ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন দেশটির পরিবেশ সচিব। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ক্লদিয়া শিনবাউম হলেন মেক্সিকোর প্রথম নারী ও ইহুদি প্রেসিডেন্ট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss