spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সৌদিআরবে মুষলধারে বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

সৌদিআরবের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের পথঘাট তলিয়ে গেছে। দেখা দিয়েছে বন্যা।

সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। অঞ্চলভেদে সতর্কতার মাত্রা ভিন্ন।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশটির বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট এবং আশপাশের এলাকা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, আবহাওয়ার নিম্নচাপ আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে বৃষ্টি চলবে। তাই মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র। নির্দেশনা অনুযায়ী, পশ্চিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে রেড এলার্ট। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে ।

এছাড়া সৌদি আরবের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন দপ্তর পৃথক প্রচার চালাচ্ছে। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষ করে রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সিভিল ডিফেন্স সার্ভিস বলছে, জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমা হতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাসিন্দারা উদ্ধারকারী দলগুলোর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তারা যেকোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss