spot_img

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভারতে পটকা বানাতে গিয়ে বিষ্ফোরণে একই পরিবারের ৭ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।
সোমবার (৩১ মার্চ) পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই র্দুঘটনা ঘটে।
নিহতরা হলেন – অরবিন্দ বণিক (৬৫), তার মা প্রভাবতী বণিক (৮০) , পুত্রবধূ সান্ত্বনা বণিক (২৮), দুই ছেলের চার সন্তান – অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস), আনুষ্কা বণিক (৬ মাস) এবং অঙ্কিত বণিক (৬ মাস)।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাটি। কিছুক্ষণ পর স্থানীয়রা আগুন ও ধোয়া দেখতে পান ওই বাড়িতে। আগুন নেভাতে দ্রুত ছুটে আসেন তারা। আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেগুলো আবারও বিস্ফোরিত হয়। গ্যাস সিলিন্ডার ছিল একটি কক্ষে, সেটিও বিস্ফোরণ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাইয়ের পরিবার এটি। তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। পটকা তৈরির লাইসেন্স রয়েছে তাদের।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss