spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

অবিলম্বে ভারত-পাকিস্তানকে সংঘাত থামাতে বললেন ট্রাম্প

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত। খবর পাকিস্তানের রাষ্ট্রীয় পত্রিকা দ্যা ডনের।

ট্রাম্প বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং তাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি চাই তারা এই সমস্যার সমাধান করুক এবং যুদ্ধ থামাক।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। আশা করি, তারা এখন থামবে। দুই দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমি চাই এই সংঘাত বন্ধ হোক।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

এদিকে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

এর আগে, আরাকচি পাকিস্তান সফর করেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পর ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। তেহরান জানিয়েছে, তারা দুই দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে।

গত মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। বর্তমানে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

ভারতের হামলার পর ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন। দুই দেশের মধ্যে চলমান সংকট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হতাশাজনক। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি।

তিনি আরও বলেন, আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss