spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় ২১ মুসলিম দেশের নিন্দা

ইরানে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ মিশরসহ ২১টি মুসলিম দেশ। একইসঙ্গে তারা দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস, পারমাণবিক নিরস্ত্রীকরণে নিরপেক্ষ উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোমবার (১৬ জুন) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

যেসব দেশ বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলোর মধ্যে রয়েছে—তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাঁদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মরিতানিয়া।

বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সুশীল প্রতিবেশ নীতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীরা জানান, চলমান সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই তারা ইসরায়েলের প্রতি ইরানের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ এবং যুদ্ধবিরতির লক্ষ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হয়েছে। আর ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss