spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে “মানবতার বিরুদ্ধে অপরাধ” আখ্যা দিয়ে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যা ক্ষমাহীন অপরাধ। মুখপাত্র আরও বলেন, “ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত। এই আগ্রাসন অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত বহন করছে।”

ইরান-ইসরায়েল সংঘাত / যুদ্ধে জড়ানোতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করলেন সেনেটর টিম কেইন
এছাড়া, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান জানায় পিয়ংইয়ং। তারা অভিযোগ করে, পশ্চিমা দেশগুলোর সমর্থন ছাড়া ইসরায়েলের এই আগ্রাসন সম্ভব নয়। মুখপাত্র বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সারের মতো। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”

বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের বৈধ সার্বভৌম অধিকার নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছে।

এই বিবৃতি এমন এক সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ‘ইরান নিয়ে তার ধৈর্য ফুরিয়ে গেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া, একইসঙ্গে সতর্ক করেছে যে, ওয়াশিংটন ও তার মিত্রদের কোনো উত্তেজক পদক্ষেপ পুরো অঞ্চলকে অনিয়ন্ত্রিত সংকটে ঠেলে দিতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss