spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

ইরানের তিন পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র।

ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আমরা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে থাকা পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা করেছি। সব বিমান ইরানের আকাশসীমা ছেড়ে গেছে এবং নিরাপদে ফিরেছে।” তিনি আরও বলেন, “সবচেয়ে সুরক্ষিত ফোরদো পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আমাদের মহান যোদ্ধাদের জন্য আমি গর্বিত।”

হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৯ জুন) জানিয়েছে, ইরানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিষয়ে ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এরই মধ্যে তাঁর এ মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।

ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো তা বিশ্বাস করে না। ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি সই হয়েছিল, যেখানে ইরান পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

এ বছরের জুনে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রও হামলায় যোগ দেওয়ায় নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক উদ্যোগকে বিপদে ফেলতে পারে এবং অঞ্চলে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়াতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss