spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই ‘জরিমানা’র কারণ হিসেবে মোস্কোর কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তার পূর্ব ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন।

এই নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রতিবেদন অনুসারে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ নতুন শুল্ক ২১ দিন পরে কার্যকর করা হবে।

ট্রাম্পের নতুন আদেশ অনুসারে, ইতোমধ্যেই ট্রানজিটে থাকা পণ্য ব্যতীত যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি করছে।’

হোয়াইট হাউস আরও সতর্ক করে দিয়েছে, রাশিয়া বা প্রভাবিত বিদেশি সরকারগুলো যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে আদেশটি সংশোধন করা যেতে পারে। অর্থাৎ শুল্ক আরও বাড়ানো বা কমানো যাবে।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি নতুন আরোপিত ২৫ শতাংশের কথা উল্লেখ করেননি। তিনি সেসময় বলেছিলেন, তারা রাশিয়ান তেল বিপুল পরিমাণে কিনে নিচ্ছে এবং তা বেশি দামে অন্য দেশগুলোতে বিক্রি করছে।

এদিকে, গত সোমবার ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের বিষয়ে নয়াদিল্লিকে ‘অযৌক্তিক লক্ষ্যবস্তু’ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তবে নতুন শুল্কের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো মন্তব্য করেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss