spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। তার আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি।

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।

মোদি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

তিনি আরও লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হলো। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে খবর, মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেন ট্রাম্প। কিন্তু মোদি ফোন ধরেননি।

যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলে মনে করছেন অনেকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss