spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যা, নিহত ২

ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার নিউইয়র্ক শহরে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বৈরি আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষ কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বন্যা ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। অন্যদিকে, শহরের জেএফকে, লাগার্ডিয়া এবং নিউয়ার্ক বিমানবন্দরগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বিমান উড্ডয়ন সূচিতে ব্যাঘাত ঘটেছে।

মেয়র অ্যাডামস ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, কয়েক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল, তার বেশিরভাগই বিকেলে মাত্র ১০ মিনিটের মধ্যে হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে ১.৮৫ ইঞ্চি (৪.৭ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা রেকর্ড। এ ছাড়া, লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা কর্তৃপক্ষ ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করেছে।

সূত্র : রয়টার্স

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss