spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত

আবারও করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর রেকর্ড গড়েছে ভারত। শুক্রবার একদিনে দেশটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৮৬ জনের। সরকারি হিসাব অনুযায়ী একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ইতালিকে ছাড়িয়ে সংক্রমণের দিক থেকে বিশ্বের ষষ্ঠ দেশ এখন ভারত। লকডাউন শিথিলের পর প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন দেশটিতে। মৃতের সংখ্যাও বাড়ছে হু-হু করে। মোট মৃত্যু ছাড়িয়েছে ছয় হাজার ৬’শ। ৪৪ লাখ টেস্টে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৩ হাজার ভারতীয়।

ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপরই তালিকায় রয়েছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, গুজরাট। গণমাধ্যমগুলো বলছে, বিশেষ ট্রেনে ভাসমান শ্রমিকরা নিজ নিজ বাড়িতে ফেরার পর কিছু রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে ১০ গুণ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ১৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৪৮ হাজার ৮৬০ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss