ফের জঙ্গি হামলা কাশ্মীর উপত্যকায়। তাতে প্রাণ হারালেন সিআরপি-র দুই জওয়ান এবং উপত্যকার এক পুলিশ কর্মী। নাকা তল্লাশি চালানোর সময় এক দল জঙ্গি তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হন ওই তিন জন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান তাঁরা।
সোমবার সকালে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার ক্রীরি চেকপোস্টে জঙ্গিরা হামলা চালায়। সেনা সূত্রে জানা গিয়েছে, এ দিন সেখানে আধা সেনা ও পুলিশ যৌথ ভাবে নাকা তল্লাশি চালাচ্ছিল। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। খবর পেয়ে তড়িঘড়ি বাহিনী পাঠানো হয় সেখানে। কিন্তু তত ক্ষণে জঙ্গিরা চম্পট দিয়েছে।
কাশ্মীর জোনাল পুলিশের তরফে টুইটারে লেখা হয়, ‘‘বারামুল্লার ক্রীরির কাছে সিআরপি ও পুলিশ যৌথ ভাবে নাকা তল্লাশি চালানোর সময় গুলি বর্ষণ করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে দুই জওয়ান এবং এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ওই এলাকা খালি করে দেওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।’’
গত এক সপ্তাহে চার বার উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা সামনে এল। গত ১৪ অগস্ট শ্রীনগরের উপকণ্ঠে নওগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় দুই পুলিশকর্মীর। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাটো না থাকায়, হামলা চালিয়ে জঙ্গিরা পালিয়ে যায় সেখান থেকে। তার আগে ১২ অগস্ট শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে কুইক রিঅ্যাকশন টিমের উপর হামলা চালায় জঙ্গিরা। তাতে প্রাণ হারায় এক জঙ্গি। রবিবার পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির।
চস/আজহার