তীব্র তাপদহের প্রভাবে ক্যালিফোর্নিয়ার ২৯টি স্থানে ‘অগ্নিঝড়’ (ফায়ার টর্নেডো) সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে ক্যালিফোর্নিয়া জুড়ে আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
সপ্তাহজুড়ে অঙ্গরাজ্যটিতে দাবানল ছড়িয়ে পড়লেও গতরাতে এর বিস্তৃতি ছিল ভয়ঙ্কর। দমকল বাহিনির সদস্যরা আগুন নেভানোর ব্যর্থ প্রচেষ্টা এখনও অব্যাহত রেখেছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগের তথ্যমতে, ভয়াবহ অগ্নিঝড়ে ১২ হাজার একর জমি পুড়ে গেছে।
সোমবার পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। পার্কটিতে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহে তা আরো বেড়ে যেতে পারে বলে মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে।
আরো পড়ুন: কানাডার অর্থমন্ত্রী পদত্যাগ করলেন
সোমবার ডেথ ভ্যালির ফারনেসে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতেই ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করার দাবি করা হয়, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে।
চস/স