spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রমজানে ওমরাহ পালনে সৌদির নির্দেশনা

মুসলিম উম্মাহর পবিত্র রমজান মাস চলছে। এই পবিত্র মাসে সৌদি আরবে ওমরাহ পালনে মুসল্লিদের ঢল নামে। এ নিয়ে রোজার মাসে ওমরাহ পালনে মুসল্লিদের জন্য নতুন দিক নির্দেশনা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোজার মাসে মুসল্লিরা দ্বিতীয়বার ওমরাহ পালন করতে পারবেন না। যে কেউ এ পবিত্র মাসে শুধু একবার পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

এর কারণ হিসেবে বলা হয়েছে, এই মাসে সকল মুসল্লিরা যেন ওমরাহ স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

এ ছাড়া সৌদির এ মন্ত্রণালয় জানিয়েছে, যারা ওমরাহ পালন করতে চান তাদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss