spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদির কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত দুই বাংলাদেশি ছাত্র

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুটি ভিন্ন গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি প্রতিযোগী।

বুধবার রাতে সৌদি প্রেস এজেন্সি এক টুইটে এ তথ্য জানায়। টুইটে জানানো হয়, প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (সম্পূর্ণ কোরআন) তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমাদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

সৌদি প্রেস এজেন্সির টুইটে আরও বলা হয়, প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা কোরআন) চতুর্থ স্থান অর্জন করেছে ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

প্রসঙ্গত, ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss