spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে মোট ৫ হাজার ২০৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন।

গত শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গড়ে প্রায় ১৪ জন করে প্রার্থী।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুতই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ২ হাজার ৭০০ সহকারী সার্জন ও ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss