খুলনায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, সদর হাসপাতালে ২ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখিত ৩ হাসপাতালের মুখপাত্র।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে নয়জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। রোববার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।
আরো পড়ুন: রামেক করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
চস/স