spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

দুবাইয়ের বিতর্কিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ এ আদেশ দেন।

গত রোববার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই দিন ঠিক করেন ঢাকার ১৪ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মেদ।

আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, গত ১৩ এপ্রিল এ মামলায় আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। পলাতক থাকায় আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি রবিউল ওরফে আরাভ।

এর আগে ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আট বছর আগের এই মামলায় ৭ মে তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলায় ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি রবিউল ওরফে আরাভ তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে ঢাকার মগবাজারের বাসায় যান। পরে একটি গুলিভর্তি রিভলবারসহ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে রমনা থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই সুজন কুমার কুণ্ডু। তদন্ত শেষে একই বছরের ১ মার্চ অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।

পরে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ আসে ১০ মে। এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন নিয়ে পলাতক হন রবিউল। ওই বছরের ২৪ অক্টোবর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

রবিউলের বিরুদ্ধে দেশে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যামামলার বিচারও চলছে।

অস্ত্র মামলা দায়েরের চার মাস পর ২০১৮ সালের ৭ জুলাই ঢাকার বনানীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) মামুন খুন হন। সেই মামলায় আরাভকে পলাকত দেখিয়েই ২০২১ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন হয়।

দুবাইয়ে সোনার দোকান উদ্বোধনের মধ্য দিয়ে শনাক্ত হওয়ার পর আরাভকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চায় বাংলাদেশ পুলিশ। এরপর গত ৪ মে ফেসবুক লাইভে এসে আরাভ দাবি করেন, দুবাইয়ে তিনি ‘ইন্টারপোলের হাতে’ গ্রেপ্তার হয়েছিলেন। জেল খেটেছেন ৩৭ দিন।

অবশ্য ইন্টারপোলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইন্টারপোল কাউকে গ্রেপ্তার করে না, তাদের কোনো কারাগারও নেই।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss