spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শেখ হাসিনা, সাবেক তিন সিইসিসহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

২০১৪, ২০১৮, ২০২৪ সালে টানা তিন বার জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোড এলাকার মোঃ একরামুল করিম (৭০) নামে এক ব্যক্তি।

মূলত, মামলায় আসামি করা হয়, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্বরত তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, কে.এম. নূরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল এবং নির্বাচন কমিশনার আবু হাফিজ, মোঃ জাবেদ আলী, মোঃ আবদুল মোবারক, মোঃ শাহনেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনা সচিব হেলাল উদ্দিন আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, মোঃ আনিসুর রহমান, নির্বচান কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে।

এছাড়া ভুয়া নির্বাচনের নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচনে নিজেদেরকে ভুয়া জাতীয় সংসদ সদস্য পরিচয়দানকারী হিসাবে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী এড. কফিল উদ্দিন জানান, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার করার অভিযোগে বাদী মামলাটি দায়ের করেছেন।

আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এসি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনাটি তদন্তপূর্বক করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আশা করছি বাদী ন্যায় বিচার পাবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss