সরকার ইসকন ইস্যুটি ‘টপ প্রায়োরিটি’ দিয়ে মোকাবেলা করছে; হাইকোর্টকে এমনটাই জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত ৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৩৩ জন।
এ সময় হাইকোর্ট বলেন, তারা এমন তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট। তবে এ তৎপরতা জারি রাখতে হবে। কোনভাবেই যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য সবোর্চ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এসব তথ্য জানানো হয়। আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এসব তথ্য জানান।
এ সময় রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন, সরকার অবশ্যই দেখবে।
এর আগে গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এর্টনি জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন আদালত।
পরে এর্টনি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনও এঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।
তখন আদালত বলেন, তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। এরপর ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।
চস/স