রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত এএসআই আমির হোসেনসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশি প্রিজনভ্যানে করে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় বাকি তিন আসামি হলেন– কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
এই মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি, এজন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে সময় চেয়ে আবেদন করেছে। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজছাত্র হৃদয়কে গুলি করে হত্যার মামলায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্তরা হলেন– সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম এবং মাহমুদুল হাসান সজিব। এই মামলাটির তদন্তও এখনো শেষ না হওয়ায় সময় চেয়েছে প্রসিকিউশন।
একই দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলার তদন্ত শেষ করতেও সময় প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ।
পুলিশ সদস্যদের একাধিক মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও বিচারের অগ্রগতি নিয়ে এখন সবার নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে।
চস/স