spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ছয় লাশ পোড়ানোর মামলায় ৭ আসামি ট্রাইব্যুনালে

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে আশুলিয়ায় সংঘটিত গণহত্যা এবং ৬ জনকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় সাতজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও মো. শহিদুল ইসলাম।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলার তদন্ত শেষ হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করবে প্রসিকিউশন। এর আগে, ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই প্রতিবেদনের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

ঘটনার পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। এরপর ওই ৫ জনের মরদেহ ও আহত ব্যক্তিকে পুলিশ একটি ভ্যানে তোলে। পরে ভ্যান থেকে সরিয়ে একটি গাড়িতে বসিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মর্মান্তিক ওই ঘটনায় শহীদ হয়েছেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। আরও একজনের পরিচয় এখনও অজ্ঞাত।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন বাদীপক্ষ। এরপর তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে মোট ১১ জনের নাম চূড়ান্ত করে প্রসিকিউশন। তাদের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন এবং বুধবার তাদের মধ্য থেকে ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের তালিকা: মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক সংসদ সদস্য), মো. শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল), আবদুল্লাহ হিল কাফি (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), এ এফ এম সায়েদ রনি (সাবেক ওসি, আশুলিয়া থানা), মো. আরাফাত হোসেন (সাবেক পরিদর্শক, ডিবি উত্তর), আবদুল মালেক (সাবেক উপ-পরিদর্শক, আশুলিয়া থানা), আরাফাত উদ্দীন, শেখ আবজালুল হক, বিশ্বজিৎ সাহা, কামরুল হাসান (সাবেক উপ-পরিদর্শকরা), মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)।

মামলার তদন্ত প্রতিবেদনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss