spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বোমা তৈরির সরঞ্জামসহ খুলনায় দুই জঙ্গি আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে খুলনা মহানগরী থেকে আটক করেছে সিআইডি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ সময় বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়।

এ বিষয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির কাউন্টার টেরোরিজম ও খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করে।

এরপর তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল বলেও জানান তিনি।

এদিকে সিআইডি কার্যালয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার জানান, তাদের অন্য সহযোগিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss