spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ হাটহাজারীতে ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটজারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকার একটি ব্রিকফিল্ডের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওই এলাকার মোহাম্মদ শফির ছেলে শাহ জাহান (৩২), আহাম্মদ সৈয়দের ছেলে আইয়ুব আলী (২৫), মৃত কবির আহাম্মদের ছেলে রহমত উল্লাহ (৫০), ইউনুছ মিয়ার ছেলে মোহাম্মদ ওবায়দুল হক (৩৫), মৃত আদু মিয়ার ছেলে মোহাম্মদ বাবুল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৪০), সিরাজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২২) ও মো. দিদারুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ। তিনি বলেন, চারিয়া মুরাদপুর এলাকার একটি ব্রিকফিল্ডের পাশে অভিযান চালিয়ে দেখা যায় তারা প্রকাশ্যে জুয়া খেলছে। পরে অভিযান চালিয়ে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss