spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবির প্রথম নারী সহকারী প্রক্টরের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন মরিয়ম ইসলাম (লিজা)। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী সহকারী প্রক্টর ছিলেন। ২০১৯ সালের ৮ জুলাই এই নারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পান।

মঙ্গলবার (৭ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মরিয়ম ইসলাম বলেন, আমি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগ করাটা এক ধরনের প্রতিবাদ। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন এ বিষয়ে খোলাসা করে কিছু বলতে রাজি হন নি।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, আমরা চিঠি পেয়েছি। এটি এখন প্রক্রিয়াধীন আছে। রেজিস্ট্রার অফিস থেকে এটি উপাচার্যের কাছে যাবে। তিনি সিদ্ধান্ত নিবেন অব্যাহতির আবেদন গ্রহণ করা হবে কি, হবে না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss