spot_img
BETA Version ...
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

সর্বশেষ

চট্টগ্রাম ৮ উপনির্বাচন : ১৯০ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ইভিএম মেশিনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। আর ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসির উচ্চ পর্যায়ের মনিটরিং সেল।

গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এতে উপ-নির্বাচনে তফসিল দেয় নির্বাচন কমিশন।

এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, মোমবাতি প্রতীকে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম আবদুস সামাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মাওলানা এসএম ফরিদ উদ্দিন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা ও একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।

নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৬৫২জন। এর মধ্যে বোয়ালখালী অংশে ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৯০২জন ও নগর অংশে ৩লাখ ২৯হাজার ৭৫০ জন ভোটার। বোয়ালখালী উপজেলার ৭৮টি কেন্দ্রের ৫০৯টি গোপন কক্ষে এবং নগরীর ১১২টি কেন্দ্রের ৯০৫টি গোপন কক্ষে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও এবং বায়েজিদ বোস্তামী থানার আংশিক এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ আসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss