spot_img

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে দুই যুবক খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৭

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড় এলাকায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, পাহাড়তলীতে দুই যুবক নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার (৭ মে) সন্ধ্যা ৭টায় হাড়তলী থানাধীন বিটেক মোড়ে দুষ্কৃতকারীরে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হন।

নিহত মো. সজীব (২০) মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যাটারি রিকশা চালক। অপরজন হচ্ছেন মো. মাসুম (১৯)। মাসুম ব্যাটারির মিস্ত্রি। তারা পাহাড়তলীর ভাড়া বাসায় থাকেন।

গতকাল পুলিশ জানায়, গার্লফ্রেন্ড নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয়পক্ষ। পরে আবার দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। সেই ঘটনার বিরোধ মিটমাটের বৈঠকে একপক্ষ পেছন থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss