চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে দুই জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, রিকশার ওপর কন্টেইনার চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত দুইটি লাশ উদ্ধার করেছি। এছাড়া দুমড়ে মুছড়ে গেছে রিকশাটি। আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, দুপুর ১২টার দিকে শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হচ্ছিল। এ সময় পতেঙ্গা থানার সামনে হঠাৎ লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
চস/স