spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা কমান্ডার’ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অস্ত্রসহ আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (১০ মে) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর।

তিনি বলেন, আটক জুবায়ের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছা্লে পুলিশের উপস্থিত টের পেয়ে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ সময় একজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৪টি দেশিয় বন্দুক, ৩২ রাউন্ড গুলি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss