spot_img
BETA Version ...
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মুক্তা আখতার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss