spot_img

২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে বাইক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত মো. ইমরান উদ্দিন আরমান (২৩) মারা গেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউছুপ তালুকদার বাড়ির মুহাম্মদ বদিউল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক দীপক দিওয়ান।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদণ্ডী হযরত আয়েশা সিদ্দিক (রা.) মাদ্রাসার সামনে দুই বাইকের সংঘর্ষে আরমানসহ ৪ জন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

আরমানের চাচা মো.মহিউদ্দিন জানান, ওইদিন রাতে চমেক হাসপাতাল থেকে আরমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় আরমান মারা গেছে। সে নগরীর একটি টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তো।

আরমানের খালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বলেন, আরমানের মা নেই। তারা দুই ভাই। এক ভাই প্রবাসে থাকেন। এইচএসসি পাসের পর ডিপ্লোমা পড়ার পাশাপাশি চাকরির খোঁজ করছিল ছেলেটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss