spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে হোটেল থেকে পোলিশ নাগরিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ের পেনিনসুলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে আলামত দেখে সন্দেহ করা হচ্ছে।

হোটেলের রেজিস্ট্রারে তওই ব্যক্তির নাম লেখা আছে- ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর। তিনি নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসে কর্মরত রয়েছেন বলে উল্লেখ আছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না। খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss