তরুণ প্রফেশনাল ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হয়েছেন মোহাম্মদ ইসমাইল মুন্না এবং আশরাফ বান্টি।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রেসিডেন্টের কাছে চেইন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন।
জেসিআই’র অন্যান্য পদে নির্বাচিতরা হলেন আইপিএলপি রাজু আহমেদ, নির্বাহী সহ–সভাপতি আয়াজ ইসলাম চৌধুরী ও ইশতিয়াক আলম চৌধুরী, সহ–সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সাইহান হাসনাত, ইঞ্জি. মোহাম্মদ এমরান হাসান ওভী ও শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ আশরাফ বানটি, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন নাহিদ, জেনারেল লিগেল কাউন্সিল গোলাম সারওয়ার চৌধুরী, লোকাল ট্রেনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ, পরিচালক নিযুক্ত হয়েছেন সাদাফ রহমান, ডা. জুয়েল রহমান, ফারিয়া আকবর রিয়া, ইমন বড়ুয়া, শাহেদ আলী, কায়সার হামিদ ফরহাদ, তৈয়বীর রহমান জাওয়াদ, শাহনেওয়াজ শিপন, আল আমিন মেহরাজ বাপ্পী, মোরশেদ হাসান, আশরাফ হোসেন, সাদ বিন মুস্তাফিজ প্রমুখ।।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন নিয়াজ মোর্শেদ এলিট, ইন্ডিয়ান হাই কমিশন চট্টগ্রামের প্রধান ডক্টর রাজীভ রঞ্জন আইএফএস, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির প্রমুখ।
চস/স