চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক মোহাম্মদ রাব্বি (৩০) সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কাশেম সওদাগর গলির মোহাম্মদ ইউসুফের ছেলে।
বুধবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক।
তিনি বলেন, ফিরিঙ্গিবাজার কাজী নজরুল ইসলাম রোডস্থ চান শাহ (রঃ) এর মাজারের সামনে পাকা রাস্তার উপর থেকে মোহাম্মদ রাব্বি নামে এক যুবককে ৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
চস/স