চট্টগ্রাম নগরীর মসজিদভিত্তিক চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল মালেক (৩৭), মো. লোকমান হাকীম (৪৫), মো. নয়ন (২৬) ও সেলিম উদ্দিন (৪০)।
বুধবার (১৫ মে) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের ইনচার্জ মো. মোক্তার হোসেন।
তিনি জানান, গত ২ মে আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে তার ব্যাগ পাশে রেখে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে দেখেন তার ব্যাগ নেই। বিষয়টি ডিবিকে জানালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ডবলমুরিং থানায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মসজিদভিত্তিক চোরচক্রের সক্রিয় সদস্য। তারা নগরীর বড় বড় মসজিদগুলোতে মুসল্লি হিসেবে প্রবেশ করে। যে সকল মুসল্লির পাশে ব্যাগ ও মোবাইল ফোন থাকে তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার ভান করে এবং কৌশলে মুসল্লিদের মোবাইল ও মালামাল চুরি করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চস/স