spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লাজফার্মাকে ১ লাখ টাকা জরিমানা

শিশু খাদ্য ও খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ নানা অপরাধে লাজফার্মা নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকালে নগরের জিইসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম বলেন, লাজফার্মা নামের প্রতিষ্ঠানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজপত্র দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss